২০০৪ সালের শেষের দিকে আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনে যোগ দেয়ার দুই দিন পরেই সেদেশে আবার গৃহ যুদ্ধ শুরু হয়ে যায়। আমার ভ্রমন গল্পে তাই সুখ আর আনন্দের কথা দুঃখের বিনি সুতোর মালার সাথে জড়ানো। নতুন একটা দেশ দেখার আনন্দই আলাদা। পশ্চিম আফ্রিকার আটলান্টিক পাড়ের লেগুন ঘেরা শহর আবিদজানে প্রথম ধাক্কা সামলিয়ে একবছর বেশ ভালই ছিলাম। সে সময় কর্তব্যের তাগিদে প্রায় পুরো আইভরিকোস্ট দেশটা ঘুরে দেখার সৌভাগ্য হয়। এই লেখাতে সেসব কথাই উঠে এসেছে। এই একবছরে কেনিয়া , মরক্কো, ঘানা, ইউ এ ই আর আমেরিকার নিউইয়র্কে ছুটিতে বেড়াতে গিয়েছিলাম। সেসব স্মৃতি ও এই অল্প পরিসরে জায়গা করে নিয়েছে।
হুমায়ূন আহমেদের 'হোটেল গ্রেভার ইন', সুনীল গঙ্গোপাধ্যায়ের 'ছবির দেশে...