The Story of Rajasthan
The desert of Rajasthan, which is surrounded by all the stories of the unique achievements and heroism of the Rajput nation. That story is still a symbol of Rajput bravery and patriotism. This Bengali fiction story Rajput Gantha, written with some such stories has spread around the main historical land of Rajasthan, Mebar or Chittor.
রাজপুত গাঁথা
বীরধন্য মরুভূমি রাজস্থান যাকে ঘিরে রচিত হয়েছে রাজপুত জাতির অনন্য কৃতিত্ব ও বীরত্বে ভরা সব কাহিনী । সেই কাহিনী আজও রাজপুত শৌর্য ও দেশপ্রেমের নিদর্শণ স্বরূপ । এমনি কিছু কাহিনী নিয়ে রচিত রাজপুত গাঁথা যা রাজস্থানের মুখ্য ঐতিহাসিক স্থল মেবার তথা চিতোরকে কেন্দ্র করে পরিধি বিস্তার করেছে ।
এই কাহিনীগুলো যথাক্রমে ব্রজ কবির কাব্য যার অন্যতম চরিত্র আজমের নরেশ পৃথ্বিরাজ চৌহান , গিরিধারী নন্দলাল কাহিনী মীরা বাইয়ের ভক্তিরসে পরিপূর্ণ , কুম্ভলগড়ের প্রভাত সূর্য কাহিনীতে আছে চিতোরের বীর মহারানা প্রতাপ , সজন আও আও লো কাহিনী রূপনগরের রাজকুমারী প্রভাবতীকে দিল্লীর মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কবল থেকে মেবারের রানা রাজসিংহের উদ্ধার ও তাদের প্রেম গাঁথা , কুসুম্ভ রস কাহিনীতে মেবারের অসামান্য সুন্দরী রাজকুমারী কৃষ্ণকুমারীর জীবনের পরিণতি ব্যক্ত করা হয়েছে , সর্বশেষ কাহিনী জহর কুন্ড রচিত রাজপুত নারীর তেজস্বিতা ও সতীত্বের প্রতীক জহর ব্রতকে অবলম্বন করে ।
By
P. Sarkar
.............
আরো বাংলা গল্প পড়তে হলে ফেসবুকে গল্পকথারা পেজ লাইক ও ফলো করুন ।
If Bengali readers want to read more Bengali stories then follow the facebook page golpokothaara ....