'মেষপালক' শব্দটি শুনলে কেবল একটি শব্দই আপনার মাথায় আসবে – মেষ! মেষ এমন নির্ভরশীল প্রাণী যার একজন পালকের প্রয়োজন পড়ে। একজন মেষপালক তার মেষদের প্রতিপালন করেন, ভালবাসেন এবং দিকনির্দেশনা দেন। বাইবেলে ঈশ্বর আমাদেরকে তাঁর চারণভূমির মেষ বলে উল্লেখ করেছেন।
যীশু তাঁর শিষ্য পিতরকে বলেছেন যেন তিনি তাঁর মেষদেরকে পালন করার মধ্য দিয়ে ত্রাণকর্তার প্রতি তাঁর ভালবাসার প্রমাণ দেন। মেষপালক হওয়া অত্যন্ত মহান একটি দায়িত্ব। ঈশ্বরের জন্য কার্যকারী হিসেবে আহূত হওয়া এবং তাঁর মেষদের প্রতিপালন করা অত্যন্ত সম্মানের বিষয়।
এই বইটিতে ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, প্রেরণা দিচ্ছেন এবং দেখাচ্ছেন যেন আমরা ঈশ্বরের লোকদের যত্ন নেওয়ার এই মহান দায়িত্বে সামিল হই। একজন মেষপালক হওয়ার এই চমৎকার দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না!