জীবন চলার পথে আপনি আবিষ্কার করবেন যে, অদৃশ্য জগৎ বাস্তবে অস্তিত্বমান এবং এই দৃশ্যমান জগতে তার লেশমাত্র প্রকাশ পায়। আপনার যেমন দৃশ্যমান শত্রু রয়েছে তেমনি অদৃশ্য শত্রুও রয়েছে। আপনার শত্রুকে না চিনে, তার আক্রমণের কৌশল ও অস্ত্র সম্পর্কে না জেনে কি আপনি তার বিরুদ্ধে লড়াই করতে পারেন? এই বইটি আপনার জীবন চলার পথে এক অপরিহার্য উপকরণ। এই বইতে আপনি জানবেন কে আপনার অদৃশ্য শত্রু, তাদের অস্তিত্বের ভিত্তি কোথায়, তাদের বৈশিষ্ট্যসমূহ এবং কীভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা যায়।
অত্যন্ত মূল্যবান এই বইটি আপনাকে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে বিজয়ী হতে সাহায্য করবে!